নড়াইলের কালিয়া উপজেলার দি-পাটনা একাডেমীতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা ২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১টায় অত্র প্রতিষ্ঠানের আয়োজনে স্কুল মাঠ চত্বরে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এলাকার কৃতি সন্তান আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের ডিআইজি (অপরেশনস) ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোল্যা নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি মইনুল হক বিশেষ অতিথিবৃন্দেরমধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান, ঢাকা মেট্রো দক্ষিন সিআইডির বিশেষ পুলিশ সুপার অত্র এলাকার কৃতি সন্তান মোঃ আনিচুর রহমান, কালিয়া উপজেলা নির্বাহী অফিসার রুনু সাহা ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যুগ্ম পরিচালক শারমিন আক্তার প্রমুখ। এ সময় উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান অত্র প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষিকারা। অতঃপর স্বাগত বক্তব্য রাখেন দি-পাটনা একাডেমীর প্রধান শিক্ষক জয়ন্ত কুমার দাশ।অতিথিবৃন্দ দি-পাটনা একাডেমীর সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন এবং বিজয়ী প্রতিযোগীতের হাতে পুরস্কার তুলে দেন।