শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন ভারতের রাষ্ট্র প্রধান : সৌজন্য সাক্ষাৎ এর পর পররাষ্ট্রমন্ত্রী ড হাছান মাহমুদ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন ভারতের রাষ্ট্র প্রধান দ্রৌপদী মুর্মু। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড হাছান মাহমুদ শুক্রবার দুপুরে দিল্লির রাষ্ট্রপতি ভবনে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এদিকে, রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ভারতের বাণিজ্যমন্ত্রী।রমজানে পেঁয়াজ-চিনি সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্বাভাবিক রাখতে ভারতের বাণিজ্য মন্ত্রীর কাছে আনুষ্ঠানিক সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।। দিল্লিতে শুক্রবার দুপুরে নতুন পার্লামেন্ট ভবনে ভারতের বাণিজ্য মন্ত্রী পীযুষ গোয়ালের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড হাছান মাহমুদ। সেখানে বাণিজ্যের সহযোগিতা বাড়ানোর পাশাপাশি আমদানি শুল্ক কমানোর নানান প্রস্তাব আনে বাংলাদেশ। নতুন পার্লামেন্ট ভবনেই ড. হাছান মাহমুদ সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনকড়ের সঙ্গে। আপস দুপুরে রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপ্রধান দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ভারতের রাষ্ট্র প্রধান কে ঢাকা সফরের আমন্ত্রণ জানান।ভারতের রাষ্ট্রপতি নারী নেতৃত্বের বিকাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের কথা তুলে ধরেন।