এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার শেষে রাতে গুলশানের বাসা ‘ফিরোজা’য় ফিরেছেন খালেদা জিয়া।
বাসা ফেরার পর সংক্ষিপ্ত ব্রিফিঙে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিতসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে বেগম জিয়ার। চেকআপের পরবর্তিতে অধ্যাপক শাহবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ড পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসা পত্র অনুযায়ী ঔষধপত্র দিয়েছেন। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান খালেদাআ জিয়া। ফেরেন রাত ১২টায়।
৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী আথ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসহ প্রভৃতি রোগে ভুগছেন। সর্বশেষ গত ৯ আগস্ট গুরুতর অসুস্থ হয়ে পড়লে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। টানা ৫ মাস হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে বিএনপি চেয়ারপারসন চিকিৎসাধীন ছিলেন।