শুরু হলো বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ‘বাজুস ফেয়ার-২০২৪’। সকাল সাড়ে ১০টায় ফিতা কেটে মেলার উদ্বোধন করেন বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর। তিন দিনব্যাপী রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রি হলে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি, বাজুসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মমতাজ বেগম,ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রফেসর চিত্রশিল্পী রফিকুন নবী, বিশ্ববরেণ্য ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, অভিনয় শিল্পী রোকেয়া প্রাচীসহ বিশিষ্টজনেররা। উদ্বোধনের পর মেলায় অংশ নেয়া স্টল ঘুরে ঘুরে দেখেন অতিথিরা। তারপর এক সেমিনারে অংশ নিয়ে বক্তারা বলেন, বর্তমানে সোনায় বিনিয়োগ পরের প্রজন্মের জন্য সম্পদ। তাই এ খাতে বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেন তারা। গোটা দিনের আয়োজনে বিকেল ৩টায় শুরু হবে ‘সেলিব্রিটিদের লাইফ স্টাইলে গহনা’ শীর্ষক সেমিনার। সেমিনারে অংশ নেবেন দেশের সনামধন্য অভিনেতা- অভিনেত্রীরা।
Related Posts
সাম্প্রতিক পোস্ট
-
আমরা জানতে চাই ইউটিউব চ্যানেল17-09-2024
-
সুস্থ থাকার সর্বোত্তম উপায় প্রতিরোধ17-09-2024
- ফজর
- যোহর
- আছর
- মাগরিব
- এশা
- সূর্যোদয়
- ৫:১১
- ১১:৫৯
- ৩:৪০
- ৫:১৯
- ৬:৩৮
- ৬:৩৬