ভারতীয় ভিসা প্রাপ্তি সহজ করার তাগিদ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার দিল্লিতে বিবেকানন্দ ফাউন্ডেশনে এক আলোচনায় মন্ত্রী বলেন, ভিসার জন্য লম্বা লাইন দুই দেশের মানু্ষে মানুষে যোগাযোগে চ্যালেঞ্জ তৈরি করছে। এছাড়া, বাংলাদেশের মানুষ এন্টি ভারত সেন্টিমেন্টের রাজনীতি আর গ্রহণ করে না বলে দাবী মন্ত্রীর। বাংলাদেশ ভারত সম্পর্কের শেষ এক দশক, শিরোনামে বিবেকানন্দ ফাউন্ডেশনের আলোচনায় হাজির দিল্লির বুদ্ধিজীবী, রাজনীতিক, কূটনীতিক, শিক্ষাবিদসহ বাংলাদেশ বিশেষজ্ঞরা। তাঁদের হরেক রকম প্রশ্নের জবাব দিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড হাছান মাহমুদ। বেশিরভাগ প্রশ্ন হলো, ভারত বাংলাদেশ সম্পর্কের মাত্রা এবং গভীরতা নিয়ে। বাংলাদেশের রাজনীতিতে ভারত বিরোধিতা, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হয়রানির অভিযোগেরও খোলামেলা জবাব দিলেন মন্ত্রী।বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব৷ বিশেষ করে গত নির্বাচন নিয়ে একাধিক প্রশ্নের ব্যাখ্যা দেন ড. হাছান মাহমুদ।এছাড়া মিয়ানমার ইস্য, আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ -ভারতের একসঙ্গে কাজ করা, বাণিজ্যসহ বিভিন্ন ব প্রশ্নের জবাব দেন মন্ত্রী। কিছু বিষয়ে অপেক্ষা করতে বলেন ভারতের আগামী নির্বাচন পর্যন্ত। বিবেকানন্দ ফাউন্ডেশনকে ধরা হয় দিল্লির অন্যতম থিংক ট্যাংক হিসেবে। এখানে বাংলাদেশের মন্ত্রীর সঙ্গে আলোচনায় একটা বিষয় স্পষ্ট বাংলাদেশ -ভারতের অমীমাংসিত অনেক ইস্যুর জন্য অপেক্ষা করতে হবে ভারতের পরবর্তী নির্বাচন পর্যন্ত। তার আগে নিয়মিত অনেক বিষয়ে অগ্রগতি হলেও, স্পর্শ কাতর ইস্যুতে ধীরে চল নীতি গ্রহণ করেছে দিল্লি ও ঢাকা।
Related Posts
সাম্প্রতিক পোস্ট
-
আমরা জানতে চাই ইউটিউব চ্যানেল17-09-2024
-
সুস্থ থাকার সর্বোত্তম উপায় প্রতিরোধ17-09-2024
- ফজর
- যোহর
- আছর
- মাগরিব
- এশা
- সূর্যোদয়
- ৫:১১
- ১১:৫৯
- ৩:৪০
- ৫:১৯
- ৬:৩৮
- ৬:৩৬