৯ম তলার বাসা থেকে পরে কাজের মেয়ের মৃত্যুর ঘটনা প্রসঙ্গে। ১। অদ্য ০৬/০২/২০২৪ খ্রিঃ তারিখ সময় সকাল ০৮.৩০ ঘটিকায় মোহাম্মদপুর থানাধীন শাহাজাহান রোডস্থ বাসা নং ২/৭ এর ৮/সি (৯ম তলা) ফ্ল্যাট থেকে উক্ত বাসার কাজের মেয়ে প্রীতি(১৫) বেলকনির থাই গ্লাসের ফাকা অংশ দিয়ে নিচে ২য় তলার টিন শেডের উপর পরে যায়। ২। উক্ত বাসার ম্যানেজার আদেল মেয়েটিকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ৩। উক্ত ফ্ল্যাটের মালিক সৈয়দ আশফাকুল হক(৫৬),পিতা- সৈয়দ মাহাবুবুল হক, সাং- সৈয়দ মহল্লা, থানা- মাগুরা সদর, জেলা- মাগুরা। তিনি দ্যা ডেইলি স্টার সংবাদপত্রের নির্বাহী সম্পাদক। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে ও উক্ত কাজের মেয়ে সহ উল্লিখিত ফ্ল্যাটে বসবাস করেন। ৪। ভিকটিমের পরিচয়ঃ প্রীতি(১৫),পিতা-লুকেশ উড়ান, মাতা-মমিতা উড়ান,গ্রাম- মিত্তিঙ্গা, থানা- কমলগঞ্জ, জেলা- মৌলভীবাজার। ৫। লাশ বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ফ্ল্যাটের মালিক সৈয়দ আশফাকুল হক(৫৬), কে আটক করে থানা হাজতে নিয়ে আসা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।