মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ জানাল ঢাকা । মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা মর্টার শেলের আঘাতে বাংলাদেশে দুজনের মৃত্যুর ঘটনায় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে তলব করে কড়া প্রতিবাদ জা‌নানো হয়েছে। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। মন্ত্রী জানান, মিয়ানমারের ভেতরে চলমান সংঘর্ষের জেরে বাংলাদেশে প্রবেশ করা মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী- বিজিপির ২২৯ জনকে ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা চলছে। তাদের নৌ রুটে ফেরত পাঠানোর বিষয়ে প্রাধান্য দেয়া হবে। ড. হাছান মাহমুদ ভারত সফরে যাচ্ছেন আজ। সেখানে গিয়ে মিয়ানমার ইস্যু নিয়ে আলোচনার সুযোগ আছে বলেও জানান মন্ত্রী। এর আগে বেলা ১১টার দিকে মিয়ানমারের রাষ্ট্রদূত রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক মিয়া মুহাম্মদ মাইনুল কবির তাকে তলব করে কড়া প্রতিবাদ জানান। দুজনের মৃত্যুর ঘটনা ছাড়াও সীমান্তে চলমান পরিস্থিতির কার‌ণে বাংলাদেশের পক্ষ থেকে উদ্বেগ ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানো হয়েছে বলেও জানিয়েছেন ড. হাছান মাহমুদ পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারের অভ্যান্তরীন সংঘাতকে কেন্দ্র করে সীমান্তবর্তী অঞ্চলের নিরাপত্তা নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ দেখছেন না পুলিশ মহাপরিদর্শক চৌধুরি আব্দুল্লাহ আল মামুন।

তুমব্রু বিওপিতে ৭৬ বিজিপি সদস্য, ঘুমধুমে ৩৭ বিজিপি, বালুখালীতে ৭০ বিজিপিসহ মোট ১৮৩ বিজিপি সদস্য। এদিকে, ২ সেনা সদস্য, সিআইডি ৪ জন, পুলিশ ৫ জন, স্পেশাল ব্রাঞ্চ ৯ জন, ইমিগ্রেশন সদস্য ২০ জন, অসামরিক ৪ জন রয়েছে। ২২৯ জন সদস্য কক্সবাজার বিজিবি ব্যাটেলিয়নের অধিনে রয়েছেন। এদিকে, টেকনাফের হোয়াইক্যং বিওপিতে ২জন বিজিপি রয়েছে।

ভারত সফরে গিয়ে মিয়ানমার ইস্যু নিয়ে আলোচনার সুযোগ আছে: পররাষ্ট্রমন্ত্রী