বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় ইউরোপিয়ান ইউনিয়ন। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক শেষ এ কথা জানিয়েছেন এদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। সোমবার সকালে সচিবালে সৌজন্য সাক্ষাতে আসেন ইইউর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। ঘন্টাকাল ব্যাপি আলোচনায় প্রাধ্যন্য পায় ২০২৬ সালে বাংলাদেশের স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হবার সময়সীমা উত্তরনের বিষয়। এ সময় বাংলাদেশ যাতে ভালোভাবে উন্নয়ন করতে পারে সে বিষয় নিয়েও আলোচনা হয়। পরে সাংসদদের সঙ্গে কথা বলেন- ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো গভীর করার কথা জানান তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের ২৪ বিলিয়ন ইউরোর বেশী বিনিয়োগ করেছে , বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে আমরা খুবই আগ্রহী। এ দেশের ব্যাপক সম্ভাবনা রয়েছে, তামরা কাজে লাগাতে পারি। নতুন অর্থমন্ত্রীর দায়িত্ব নেওয়ার সাথে সাথে আমরা আগামীর পরিকল্পনা পথে কাজ করছি।বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।বাণিজ্য ও ব্যবসার ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।বিভিন্ন ইস্যুতে বাংলাদেশে কাজ করছি আমরা। সাংবাদিকদের প্রশ্নের উওরে এ কথা জানান ইইউ রাষ্ট্রদূত।