জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েটের প্রতিবাদী করে শিক্ষার্থীরা। দুপুরে বুয়েট ক্যাম্পাসের শহীদ মিনারে জড়ো হয়ে মানববন্ধন করেন তারা। সেখানে এক সংবাদ সম্মেলনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান : ধর্ষণের এ ঘটনা রাজনৈতিক স্বেচ্ছাচারিতার প্রতিচ্ছবি। তা না হলে ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান দুঃসাহস দেখিয়ে দলবদ্ধ ধর্ষণের নেতৃত্ব দিতে পারতো না। এই ঘটনার সুষ্ঠু তদন্তও দাবি করেন বিক্ষোভকারীরা। তারা বলেন, ঘটনার সাথে যে বা যারা যতটুকু জড়িত, কেউ যেন পার পেয়ে না যায়।

ঘটনা: গত শনিবার রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের পাশের জঙ্গলে বহিরাগত ওই নারীকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী মো. জাহিদ মিয়া আশুলিয়া থানায় মামলা দায়ের করলে মূল অভিযুক্তসহ চারজনকে আটক করেছে পুলিশ।

গৃহবধুকে হল সংলগ্ন জঙ্গলে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীদের শাস্তির দাবিতে আন্দোলনকারীদের তোপের মুখে পড়েন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক নূরুল আলম। গাড়িতে করে স্থান ত্যাগ করেন তিনি।