মায়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে এখন পর্যন্ত মায়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) এর ১০৬ জন সদস্য অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করেছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদেরকে নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে।-বিজিবি
বাংলাদেশ মিয়ানমারের সাম্প্রতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বর্ডার গার্ড বাংলাদেশকে ধৈর্য্য ধরতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিয়ানমার বর্ডার পুলিশের ৭৮জন সদস্য আজ বাংলাদেশে আশ্রয় নিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমার সরকারের সাথে আলোচনার মাধ্যমে বাংলাদেশে আশ্রয় নেয়াদের সেদেশে পাঠানোর ব্যবস্থা নিচ্ছেঃ সংসদে প্রশ্নোত্তর পর্বে আইনমন্ত্রী। জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নুর সম্পূরক প্রশ্নের জবাবে একথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে প্রশ্নোত্তরের জবাব দেন আইনমন্ত্রী।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ০৫টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা ঢাকা, ০৫ ফেব্রুয়ারি, শনিবার, ২০২৪ বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় চলমান অস্থিরতার কারণে শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী নিম্নবর্ণিত ০৫ (পাঁচ)টি সরকারি প্রাথমিক বিদ্যালয় পুনরাদেশ না দেয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে। আজ (০৫ ফ্রেব্রুয়ারি, ২০২৪) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আক্তারুন্নাহার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ০১. বাইশপারি সরকারি প্রাথমিক বিদ্যালয় ০২.ভাজবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ০৩.তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় ০৪. পশ্চিমকুল তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় ০৫. দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থানীয় পরিস্থিতির উন্নতি হলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বান্দরবান পার্বত্য জেলা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনাক্রমে বর্ণিত বিদ্যালয়সমূহে পুনরায় পাঠদান করাসহ বিদ্যালয়সমূহ খোলার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। মাহবুবুর রহমান তুহিন সিনিয়র তথ্য অফিসার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ।