তথ্য প্রদান না করায় রেলওয়ের ডিজিকে তলব তথ্য কমিশনের রিপোর্ট তথ্য অধিকার আইনে আবেদন করার পর তথ্য প্রদান না করায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালককে তলব করেছে তথ্য কমিশন। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিক রাশিদুল হাসানের অভিযোগের শুনানী শেষে তথ্য কমিশন এ নির্দেশনা দেয়। আগামী ৬ মার্চ রেলওয়ের ডিজি কামরুল আহসান উপপরিচালক টিসি আনসার ও পরিচালক টিসিকে নাহিদ আহসান খানকে হাজির হওয়ার নির্দেশ দেন। এসময় এজলাসে প্রধান তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক, তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক ও তথ্য কমিশনার মাসুদা ভাট্টি উপস্থিত ছিলেন। এজলাসে বাদী রাশিদুল হাসান আদালতকে জানান, তিনি গত বছরের ২২ আগষ্ট বাংলাদেশ রেলওয়ে ট্রেনের ইজারা সংক্রান্ত তথ্যের জন্য আবেদন করেন ও তথ্য না পেয়ে পরবর্তীতে ১৭ অক্টোবর রেলওয়ের মহাপরিচালক বরাবর আপিল করেও তথ্য পাননি এবং ১৪ নভেম্বর তথ্য কমিশনে অভিযোগ দায়ের করেন। তিনি আদালতে অভিযোগ করেন, তথ্য কমিশন সমন জারি করে ৫ ফেব্রুয়ারী শুনানির দিন ধার্য করলে সমন পেয়ে রেলওয়ের তথ্য দপ্তরের কম্পিউটার অপারেটর খসরু পারভেজ ফোন করে ৩১ জানুয়ারি রেলভবনে যেতে বলেন। তিনি বলেন, “আমি রেলভবনে যাওয়ার পর তার আমাকে বলেন আপনি যে তথ্য চেয়েছেন তা ঠিকাদারের বিরুদ্ধে যায়। তিনি প্রস্তাব করেন ঠিকাদার আপনাকে চা মিষ্টি খাওয়াতে চান। তিনি এর মধ্যস্থতা করে চান। কিন্তু তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন।” অভিযোগ উত্থাপনের পর তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক রেলওয়ের তথ্য প্রদানকারী কর্মকর্তা ও পরিবহন বানিজ্যক পরিচালক নাহিদ আহসানের কাছে চান বাদীর চাহিত তথ্য প্রদানযোগ্য কিনা। তিনি স্বীকার করেন তথ্য প্রদানযোগ্য এবং ৬ মাসেও তথ্য প্রদান না করায় তিনি ক্ষমা চান। আপিলের পরও তথ্য প্রদান না করায় কমিশন আপিল কর্মকর্তা রেলওয়ের মহাপরিচালক কামরুল আহসানকে এ অভিযোগে পক্ষভুক্ত করেন। আপিল করার পরও তথ্য প্রদানকারী কর্মকর্তার তথ্য প্রদান না করার কারণ যুক্তিসঙ্গত না হওয়ায় মহাপরিচালক, ডিডি টিসিকে ও আগামী ৬ মার্চ হাজির হওয়ার নির্দেশ দেন। Rashidul Hasan
সাম্প্রতিক পোস্ট
-
আমরা জানতে চাই ইউটিউব চ্যানেল17-09-2024
-
সুস্থ থাকার সর্বোত্তম উপায় প্রতিরোধ17-09-2024
- ফজর
- যোহর
- আছর
- মাগরিব
- এশা
- সূর্যোদয়
- ৫:১১
- ১১:৫৯
- ৩:৪০
- ৫:১৯
- ৬:৩৮
- ৬:৩৬