৩১.১.২০২৪
সৌদি আরব ও কাতার থেকে ২২৪ কোটি টাকার সার কেনার অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এর পাশাপাশি স্পট মার্কেট থেকে ৪২৯ কোটি টাকার এলএনজি কেনার সিদ্ধান্ত হয়েছে।
সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী এএইচ মাহমুদ আলী। বৈঠকে ৬টি প্রকল্পের কেনা কাটার প্রস্তাব ওঠে। এর মধ্য স্পট মার্কেট থেকে প্রতি এমএমবিটিইউ এলএনজি ৯ দশমিক ৯ ডলারে কেনা হবে। সে হিসেবে এক কার্গো এলএনজির দাম পরবে ৪২৯ কোটি টাকা। এছাড়া ১০৪ কোটি ৭০ লাখ টাকা ব্যায়ে’ ইন্সটলেশন অব সিঙ্গেল পয়েন্ট’ প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের প্রম্তাব অনুমোদন হয়েছে সভায়। ক্রয় মন্ত্রিসভা কমিটির সভায় সৌদি আরব ও কাতার থেকে ৬০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনা হবে। সৌদি আরব খরচ পড়বে মোট প্রায় ২২৪ কোটি। সৌদি থেকে ৩০ হাজার মেট্রিক টন সার কিনতে খরচ হবে ১১৪ কোটি ৬৭ লাখ টাকা। প্রতি মেটনের খরচ ৩৪৭.৫ ডলার। কাতার থেকে ৩০ হাজার মেট্রিন টন সারের খরচ পড়বে ১০৯ কোটি ১৭ লাখ টাকা। প্রতি মেট্রিক টন ৩৩০.৮ ডলার। এছাড়া পানি সম্পদ মন্ত্রনালয়ের একটি প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগে ১০৮ কোটি টাকা অনুমোদন দেয়া হয়েছে।