বাজারে নিত্যপণ্যের সরবরাহে যেন কোন ঘাটতি না হয় সেটা নিশ্চিত করতে বলেছেন প্রধানমন্ত্রী। নতুন সরকার গঠনের পর মন্ত্রিসভার প্রথম মিটিংএ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নির্দেশনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। মন্ত্রণালয়গুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছিলেন। আজকের সভায় তিনি সেগুলোর ফলোআপ করেছেন। সব শেষ অবস্থা জেনেছেন মন্ত্রীদের কাছ থেকেঃ মন্ত্রিপরিষদ সচিব। বাজার মনিটরিং বাড়ানো হয়েছে।বাজার মনিটরিং বাড়ানোর সুফল ইতিমধ্যে পরতে শুরু করেছে। ঢাকার বাইরেও কঠোরভাবে এ ব্যাপারটি নিয়ন্ত্রণ করা হচ্ছে। প্রতিদিনই জেল জরিমানা করা হচ্ছেঃ মন্ত্রিপরিষদ সচিব।