মিস ওয়ার্ল্ড বাংলাদেশ- ২০২৩-এর মুকুট জয় করলেন শাম্মী ইসলাম নীলা। রোববার সন্ধ্যায়, গজারিয়ার মানা বে ওয়াটার পার্কে চোখধাঁধানো আয়োজনে চ্যাম্পিয়ন হয়ে নতুন এ খেতাব জিতলেন এ সুন্দরী। তারই সঙ্গে ফার্স্ট রানার আপ হয়েছেন আকলিমা আতিকা কনিকা এবং সেকেন্ড রানার আপ শাকিরা তামান্না। সময় কম পেলেও দারুন প্রস্তুত ছিল এ ১০ প্রতিযোগীর,রূপে – গুনে তারা অনন্যা। অন্য অনেকের চেয়ে আত্মবিশ্বাসী। সৌন্দর্যকে শক্তি করে সারাদেশের লাখো আগ্রহীর মাঝে আজ শ্রেষ্ঠত্বের এ মঞ্চে নিজেদের সেরাটুকু তুলে ধরেছেন। পাঁচ বিচারকের নানারকম যাচাই-বাছাই। পরীক্ষাগুলো সহজ। আর সহজ পরীক্ষায় জেতাটা কঠিন। চলছিলো প্রতিযোগীদের লড়াই, পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন। এতো অল্প সময়ে এমন জমকালো আয়োজনে চ্যালেঞ্জ কম ছিলো না। কিন্তু সব জয় করে তৃপ্ত আয়োজকরা। এর মাঝেই এসে যায় সেই মাহেন্দ্রক্ষণ। টান টান উত্তেজনা মঞ্চে, বিচারকরাও কনকনে শীতেও যেন গলদঘর্ম। এতো যোগ্যদের মাঝ থেকে একে একে উঠে এলেন তিন সেরা সুন্দরী। অনেক কষ্টের পর বিজয়ীর মুকুট পরে, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ, সুন্দরী নীলা বলেন, যেতে যায় বহুদূর। এভাবেই বিউটি উইথ পারপাসে এগিয়ে যাবেন শাম্মী ইসলাম নীলা। গত ২৩ জানুয়ারি বিএফডিসি’র মঞ্চে শুরু হয়েছিলো তাদের এ স্বপ্নযাত্রা। কয়েকটি ধাপ পেরিয়ে, গ্রুমিং নিয়ে আজ এ প্রাপ্তি। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নীলা, ১৩ ফেব্রুয়ারি দিল্লীতে অংশ নেবেন বিশ্বসুন্দরী প্রতিযোগিতা ২০২৩-এর বৈশ্বিক আসরে।