বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নের প্রশংসা করে বাংলাদেশে দূতাবাস খুলতে আগ্রহ জানিয়েছে গাম্বিয়া। সেইসাথে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় সহযোগী হতে চায় উরুগুয়ে, পেরুসহ বেশ কয়েকটি দেশ। রাষ্ট্রপতির কাছে বাংলাদেশে মনোনীত ১৪ রাষ্ট্রের অনাবাসিক রাষ্ট্রদূতদের পরিচয়পত্র উপস্থাপনের মহড়া শেষে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর এসব কথা জানান মনোনীত রাষ্ট্রদূতেরা। আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র উপস্থাপনের আগে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে নতুন মনোনীত অনাবাসিক রাষ্ট্রদূতেরা। পুস্পস্তবক অর্পণ করে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান বতসোয়ানা, কম্বোডিয়া, জ্যামাইকা, চেক রিপাবলিক, লুক্সেমবার্গ, গাম্বিয়া, হাঙ্গেরিসহ নতুন মনোনীত ১৪ দেশের অনাবাসিক রাষ্ট্রদূতেরা। এসময় বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক, সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্ক বাড়ানোর পাশাপাশি, নিজেদের শিক্ষার্থীদের কথা বিবেচনায় বাংলাদেশে দূতাবাস খোলার বিষয়ে আগ্রহ জানান গাম্বিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত। মুস্তফা জাওয়ারা, অনাবাসিক রাষ্ট্রদূত গাম্বিয়া বাংলাদেশের সঙ্গে ফুটবল ডিপ্লোমেসি বাড়াতে আগ্রহী উরুগুয়ে। অন্যদিকে, ১শ মিলিয়ন ডলারের বর্তমান বাণিজ্য আরও বাড়ানোর লক্ষ্যের কথা জানান মনোনীত পেরুর অনাবাসিক রাষ্ট্রদূত। আলবার্তো এ গুয়েনি, অনাবাসিক রাষ্ট্রদূত উরুগুয়ে+ জেভিয়ার ম্যানুয়েল পলিনিচ ভ্যালারদে, অনাবাসিক রাষ্ট্রদূত পেরু। ৩১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এই ১৪ দেশের রাষ্ট্রদূতেরা রাষ্ট্রপতির কাছে নিজেদের পরিচয়পত্র দেবেন।