শ্রম আইন লঙ্ঘনের মামলায় আপিল শুনানি শেষ না হওয়া পর্যন্ত ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ জনকে জামিন দিয়েছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। সকালে ট্রাইব্যুনালের বিচারপতি এম এ আউয়াল তাদের আপিল গ্রহণ করে এ আদেশ দেন। একইসঙ্গে আদালত ড. ইউনূসসহ ৪ জনকে ৬ মাস করে কারাদণ্ডের রায় দেয়া তৃতীয় শ্রম আদালতের সকল নথি তলব করেছেন। ৩ মার্চের মধ্যে এই নথি জমা দিতে বলেছেন আদালত। ওইদিন আপিল শুনানির জন্য দিন ধার্য করেছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। জামিন আদেশের পর ড. ইউনূস বলেন, তিনি এ মামলা নিয়ে বিচলিত নন। তার অভিযোগ সরকার এই মামলা করলেও, সরকারের উচ্চ পর্যায় থেকে বলা হচ্ছে, শ্রমিকরা এই মামলা করেছেন, যা সঠিক নয়। এদিকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান দাবি করেন, আইন অনুযায়ী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর মামলা করেছেন। বেসরকারি আইনজীবী হিসেবে তাকে নিয়োগ দেয়া হয়েছে। এর আগে সকাল সাড়ে দশটার দিকে ছয় মাসের কারাদণ্ডের রায় বাতিল ও জামিন চেয়ে শ্রম আপিল ট্রাইব্যুনালে আপিল করেন নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ এই মামলার ৪ আসামি। শ্রম আইন লঙ্ঘনের মামলায় গত পহেলা জানুয়ারি ড. মুহাম্মদ ইউনূসসহ চার আসামিকে ছয় মাস করে কারাদণ্ড দেন ঢাকার তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান শেখ মেরিনা সুলতানা। একইসঙ্গে তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন আদালত। তবে ওইদিন রায় ঘোষণার পরপরই ৩০ দিনের মধ্যে আপিলের শর্তে জামিনও পান ড. ইউনূসসহ চারজন। ৩১ জানুয়ারি ওই জামিনের মেয়াদ শেষ হওয়ার আগেই আজ আপিল করলেন ড. ইউনূসসহ ৪ জন। ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী ।।