ওবায়দুল কাদের রাজনীতি প্রসঙ্গে… শান্তি, সমাবেশ, শোভাযাত্রা চলবে। নতুন সরকারের সামনে যে চ্যালেঞ্জ তা অতিক্রম করতে হবে। তারা কোন কর্মসূচি দিয়ে সহিংসতা করলে সেটা মোকাবেলা করতে হবে। আমরা ক্ষমতায় জনগণের নিরাপত্তা নিশ্চিত করা দায়িত্ব। বিএনপি এতোদিন যেসব স্বপ্ন দেখেছে সব দুঃস্বপ্নে পরিণত হয়েছে। গয়েশ্বর পলাতক থেকে হঠাৎ করে কোথা থেকে আসলো। কঠিন সময় পার করার চ্যালেঞ্জ অতিক্রম করার অভ্যাস আমাদের আছে। স্বতন্ত্ররা স্বতন্ত্রই। সংসদে বিরোধীদলের এমপি সংখ্যা নিয়ে বলেন, যেখানে যেমন সেখানে তেমন। আদালত জামিনযোগ্য মনে করলে জামিন দিতে পারে। অন্যায় করে পার পাওয়া যাবে না। অনেক নেতাই জামিন পেয়েছেন। ভারত-চীনের সাথে সম্পর্ক… আমাদের উন্নয়ন দরকার, টাকা দরকার। যে আমাকে উন্নয়ন প্রকল্পে সাহায্য করে অসুবিধা কি আছে। টোল প্রতি বছর সমন্বয় করতে হবে। সব কিছুর দাম বেড়ে যাচ্ছে। রাস্তা ক্ষতিগ্রস্ত হলে সংস্কার কাজে অর্থ প্রয়োজন হয়। মিয়ানমার পরিস্থিতি নিয়ে ভারতীয় হাই কমিশনারের সাথে কোন আলোচনা হয়নি। মিয়ানমারের সাথে সংঘাতে যাবো না। তারা যাই করুক আমরা আলোচনায় সমস্যার সমাধান করতে চাই। সারা পৃথিবীই মনে হয় একটা রণক্ষেত্র এই মুহুর্তে।
সাম্প্রতিক পোস্ট
-
আমরা জানতে চাই ইউটিউব চ্যানেল17-09-2024
-
সুস্থ থাকার সর্বোত্তম উপায় প্রতিরোধ17-09-2024
- ফজর
- যোহর
- আছর
- মাগরিব
- এশা
- সূর্যোদয়
- ৫:১১
- ১১:৫৯
- ৩:৪০
- ৫:১৯
- ৬:৩৮
- ৬:৩৬