ভারতের পদ্মশ্রী খেতাব এর জন্য মনোনীত রেজওয়ানা চৌধুরী বন্যা।।পদ্মশ্রী পুরস্কার ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান।১৯৫৪ সাল থেকে চালু হয়েছে পদ্মশ্রী।।
ভারতের মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’-
*** ২০২১ এ ভূষিত হন বাংলাদেশের অধ্যাপক সন্জীদা খাতুন এবং লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাজ্জাদ আলী জহির বীর প্রতীক।
*** ২০২০ এ কূটনৈতিক সৈয়দ মোয়াজ্জেম আলী পদ্মভূষণ, আর ‘পদ্মশ্রী’ পুরস্কার পেয়েছেন প্রত্নতত্ত্ববিদ এনামুল হক।
*** ২০১৩ তে বাংলাদেশের সমাজকর্মী ঝর্ণাধারা চৌধুরী পদ্মশ্রী পান।
২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ‘পদ্ম’ পুরস্কার ঘোষণা করা হয়।
রেজওয়ানা চৌধুরী বন্যা বিংশ শতাব্দীর শেষভাগে আবির্ভূত একজন প্রথিতযশা রবীন্দ্রসংগীত শিল্পী । তিনি পটুয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি তার ঘরানার সংগীতের একজন বহুমুখী প্রতিভা হিসাবে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে ব্যাপকভাবে সমাদৃত । তিনি তার গুনানুরাগীদের কাছে শুধু মাত্র ‘বন্যা’ নামেও পরিচিত। কণিকা বন্দ্যোপাধ্যায়ের শিষ্যদের মধ্যে তাকেই সবচেয়ে জনপ্রিয় গণ্য করা হয়। সাহিত্য ও সংস্কৃতি ক্ষেত্রে কাজের অবদানের স্বীকৃতি হিসেবে তিনি বাংলাদেশের জাতীয় এবং সর্বোচ্চ বেসামরিক পুরস্কার “স্বাধীনতা পুরস্কার” অর্জন করেছেন।
তথ্য-উইকিপিডিয়া