পরিবেশ মন্ত্রী বলেছেন ,১৩ কোটি মেট্রিকটন মাটি ব্যবহার হয় বছরে ইটভাটায়, এর সব টুকু কৃষি জমির মাটি। ২০২৮ সালের মধো সরকারি সব কাজ ব্লক ইটে করা হবে,শব্দ দুষন নিয়ন্ত্রে পরিবেশ মন্ত্রনালয় কাজ করবে, অন্যমন্ত্রীরাও সেটা করবেন বলে আশা করি।ঢাকা বায়ুদূষণ হলে এলার্ট জারি করবে স্থান্থ্য মন্ত্রনালয়।পরিবেশ দুষনে জরিমানা বৃদ্ধি করা হবে, ৬গুন পর্যন্ত বৃদ্ধি হতে পারে।দেশে যে পরিমান বজ্র হয় তার বেশি ভাগ একবার ব্যবহার যোগ্য প্লাস্টিক।১০০ দিনের মধ্যে সচিবালযে একবার ব্যবহার যোগ্য প্লাস্টিকের ব্যবহার শুন্যতে নিয়ে আসার চেস্টা করা হবে।পরিবেশ অধিদপ্তরের জানা নেই এমন অসংখ্য ইটভাটায় সয়লাব মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা।পরিবেশ বিপর্যয় ঠেকানো বড় চ্যালেঞ্জ। বিশেষ করে বায়ু দুষন। আছে পানিসহ অন্য দুষন। সুস্থ পরিবেশ, স্মার্ট বাংলাদেশ। মন্ত্রনালয়ের ১০০ কর্ম দিবস আজ থেকে শুরু, জুনের ৩০ তারিখ শেষ। । সোন্টমার্টিন সংরক্ষণ পরিবেশ অধিদপ্তর একক ভাবে পারবেনা। ইটের ভাটার ম্যাপিং করে কোন ইটভাটায় বেশি দুষন হচ্ছে নির্নয় করা হবে। শতভাগ ব্লগইট ব্যবহার যেন হয় সে বিষয় কাজ করতে হবে এবং তা নিশ্চিত করতে হবে। প্রথমে ৫০০ ইটভাটা নিয়ে কাজ করবো তার পর পারানো হবে , যত বেশী ব্লক ইট এর দিকে যাওয়া যায় ততই ভাল । দেশে ১৯ জেলায় পাহাড় আছে। পাহাড় যাতে কেউ নস্ট করতে না পারে তা দেখা হবে।-পরিবেশ মন্ত্রী