01.জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যা মামলায় বহিষ্কৃত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর হাইকোর্টের দেয়া ৬ মাসের জামিন স্থগিত করেছে আপিল বিভাগ

02. ২০০৯ সালের সার্কুলারের পর বন্ধ হয়ে থাকা বড়পুকুরিয়া কয়লাখনির ড্রাইভার, এমএলএস পদে ৮৬ জনের নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

03.শিশু আয়ানের মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন হাইকোর্টে জমা দেয়নি স্বাস্থ্য মন্ত্রণালয়। রোববার পর্যন্ত সময় দিয়েছেন হাইকোর্ট; আদেশ ওইদিন।

04. যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামী ওসমান গনি’কে চট্টগ্রাম জেলার পাচলাইশ এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব।

05.তথ্যমন্ত্রী: গণমাধ্যমকে জনগনের কাছে নিয়ে এসেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনস্বার্থে তিনি এ কাজ করেছেন। অপ:তথ্য মুক্ত গণমাধ্যম সবার কাম্য। সমালোচনা হবে সঠিক তথ্যের ভিত্তিতে। গনমাধ্যম সরকারে জবাবদিহির আওতায় আনবে হবে। অপতথ্যের মানুষের কল্যানে আসেনা, গণতন্ত্র ও রাজনীতির কল্যানে আসেনা। অনেক সময় গণমাধ্যমের ঘারে চড়ে এ কাজ করা হয়।

06.আইনমন্ত্রী: একই সঙ্গে সংসদে ৬৪৮ এমপি আছে কীনা, প্রশ্নের জবাবে সংসদ সদস্যদের শপথসহ সব কিছুই দেশের আইন মেনে হয়েছে। নীতি নির্ধারকরা মনে করলে এ ব্যপারে আইনের স্পস্টি করন করা যেতে পারে।

07.শুক্রবার থেকে দু’দিনের কালো পতাকা মিছিল শুরু হবে। শনিবার দুপুর দুইটায় নয়াপল্টন থেকে কালো পতাকা মিছিল শুরু হবে। পুলিশকে অবহিত করা হয়েছে। মৌখিক অনুমতি মিলেছে।-সংবাদ সম্মেলনে রিজভী

08.সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ব‌ই থেকে শরীফার গল্প বাদ দিতে সুপ্রিম কোর্টের এক আইনজীবীর লিগ্যাল নোটিস।

09.মিউনিখ সিকিউরিটি কনফারেন্স এ যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানি যাচ্ছেন, তবে চ্যান্সেলর এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক নিশ্চিত না: পররাষ্ট্রমন্ত্রী

10.আগারগাঁও পাসপোর্টে দুদকের অভিযান, টাকার বিনিময়ে সেবা দেয়ায় তিনজন আনসার সাসপেন্ড।

11.রমজানে নিত্য পণ্যে কর ছাড়ে উদ্যোগ নিচ্ছে এনবিআর ।

12.আদালতের আদেশ অমান্য করায় অগ্রণী ব্যাংকের এমডি মো. মুরশেদুল কবীরসহ পাঁচ শীর্ষ কর্মকর্তাকে ৩ মাসের দেওয়ানি বিনাশ্রম কারাদণ্ডের রায় আগামী ১৮ মার্চ পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।