সাভার উপজেলাধীন ভাকুর্তা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ১০০০ অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়েছে।গতকাল (২২ জানুয়ারি) সোমবার দুপুরে ভাকুর্তা ইউনিয়ন পরিষদ চত্বরে এই কার্যক্রম সম্পন্ন হয়।সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ লিয়াকত হোসেন এর সভাপতিত্বে উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।এ ব্যাপারে মঞ্জুরুল আলম রাজীব বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহন করায়, ভাকুর্তাবাসী ও আমার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।এ বছর প্রচন্ড শীত পড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল জনপ্রতিনিধি ও দলীয় নেতৃবৃন্দদের নির্দেশ দিয়েছেন গরীব,অসহায় শীতার্ত মানুষেদের পাশে দাড়াতে।তার নির্দেশনায় সাভার উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে অসহায় শীতার্তদের শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়েছে।তারই ধারাবাহিকতায় আজ ভাকুর্তা ইউনিয়নে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হচ্ছে। এ সময় তিনি আরও বলেন,সামনে সমগ্র বাংলাদেশে উপজেলা পরিষদ নির্বাচন, সেই সুবাদে সাভারেও উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।বিগত পাঁচ বছর আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে আপনাদের সেবক হয়ে কাজ করেছি।এই পাঁচ বছরে আইনের ভিতরে থাকা কোনো প্রকার সহযোগীতার জন্য একজন মানুষও খালি হাতে আমার কাছ থেকে ফেরত আসে নাই।যদি এমন একজনও বলতে পারে আমার কাছে গিয়ে খালি হাতে ফেরত এসেছে,তাহলে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি অংশগ্রহন করব না।রাস্তাঘাট সহ অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ধারা অব্যাহত রাখতে পূণরায় আমাকে ভোটের মাধ্যমে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দিবেন।পরিশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ ও সুস্বাস্থ্য কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেন তিনি।শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আমিনবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রকিব আহম্মেদ, ভাকুর্তা ইউনিয়ন আ.লীগের সভাপতি হাজী শাহাবউদ্দিন ভূইয়া,ঢাকা জেলা(উত্তর) সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা,ভাকুর্তা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুল বাতেন,সাভার উপজেলা আ.লীগের সক্রিয় সদস্য রাজু আহমেদ এবং ভাকুর্তা ইউনিয়নের সকল মেম্বারগণ সহ ইউনিয়ন আ.লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মিরা।
Related Posts
সাম্প্রতিক পোস্ট
-
আমরা জানতে চাই ইউটিউব চ্যানেল17-09-2024
-
সুস্থ থাকার সর্বোত্তম উপায় প্রতিরোধ17-09-2024
- ফজর
- যোহর
- আছর
- মাগরিব
- এশা
- সূর্যোদয়
- ৫:১১
- ১১:৫৯
- ৩:৪০
- ৫:১৯
- ৬:৩৮
- ৬:৩৬