পরিকল্পনা কমিশনের বৈঠক বসলো ৮ বছর পর। দীর্ঘ আট বছর পর বসল পরিকল্পনা কমিশনের বৈঠক। আজ বুধবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠেয় এ বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ও কমিশনের চেয়ারপারসন শেখ হাসিনা। এবারের বৈঠকে পাঁচটি বিষয়ে আলোচনা হওয়ার কথা। এগুলো হচ্ছে সরকারি বিনিয়োগের গতিধারা পর্যালোচনা, পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রক্ষেপণের সঙ্গে এডিপি বাস্তবায়নের বরাদ্দের অসামঞ্জস্যতা এবং সরকারি খাতে উন্নয়ন প্রকল্প প্রণয়ন প্রক্রিয়াকরণ ও সংশোধন সংক্রান্ত নির্দেশিকা পরিমার্জন বা সংশোধন। এ ছাড়া নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নের অগ্রগতি এবং সেক্টর বা বিভাগভিত্তিক উল্লেখযোগ্য বিষয়াদিও পর্যালোচনা করা হচ্ছে বলে জানা গেছে। নানা কারণে এ বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ। দেশের অর্থনৈতিক গতিধারা, কী ধরনের উন্নয়ন প্রকল্প হাতে নিতে হবে এরকম নানা বিষয়ে দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী।প্রকল্পের ক্ষেত্রে বিদেশী ঋণের অর্থ সঠিকভাবে ব্যবহারের নির্দেশ, প্রধানমন্ত্রীর বিদেশি অর্থায়ন প্রকল্পগুলো দুই মাস অন্তর অন্তর পর্যালোচনা করতে,প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এর নেতৃত্বে কমিটি গঠন করা হয়। তাছাড়া নতুন সরকার এর এটাই প্রথম বৈঠক।এর আগে ২০১৫ সালে সবশেষ এই বৈঠক অনুষ্ঠিত হয়।
Related Posts
সাম্প্রতিক পোস্ট
-
আমরা জানতে চাই ইউটিউব চ্যানেল17-09-2024
-
সুস্থ থাকার সর্বোত্তম উপায় প্রতিরোধ17-09-2024
- ফজর
- যোহর
- আছর
- মাগরিব
- এশা
- সূর্যোদয়
- ৫:১১
- ১১:৫৯
- ৩:৪০
- ৫:১৯
- ৬:৩৮
- ৬:৩৬