জার্মানীর স্টেট রেলওয়ে কোম্পানি Deutsche Bahn (ডিবি) এর ট্রেন চালকরা মঙ্গলবার থেকে তাদের ছয় দিনের ধর্মঘট শুরু করেছে৷ DB এবং GDL ইউনিয়নের মধ্যে কর্মসংস্থানের শর্ত এবং বেতন নিয়ে দীর্ঘস্থায়ী দ্বন্দ্বের মধ্যে এটি রেলওয়েতে এখন পর্যন্ত সবচেয়ে দীর্ঘ জার্মান ধর্মঘট। জার্মানিতে ট্রেন চলাচল অনেকাংশে বন্ধ হয়ে যাবে বলে আশংকা করা হচ্ছে।

picture © AP