রমজানের শেষদিকে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। দুপুরে এ তথ্য জানিয়ে নির্বাচন কমিশনার মো. আলমগীর জানান, উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক দেয়া না দেয়া রাজনৈতিক সিদ্ধান্ত। তবে দলীয় প্রতীক থাকলে কোন বাড়তি চাপ বা চ্যালেঞ্জ থাকে না। তাই প্রতীক থাকা কিংবা না থাকায় কমিশনের কোন সমস্যা নেই। তবে স্বতন্ত্র হিসেবে যারা প্রথমবার ভোট করবেন তাদের ২৫০ ভোটারের সমর্থন লাগবে। তিনি আশা প্রকাশ করেন, জাতীয় সংসদের চেয়েও উপজেলায় ভালো ভোট হবে। সংরক্ষিত নারী আসনের ভোটের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, সংরক্ষিত নারী আসন কোন দল কত পাবে তা সংসদ সচিবালয়কে জানাতে বলেছে ইসি। স্বতন্ত্র সংসদ সদস্যরা এক বা একাধিক জোট করতে পারেন অথবা কোন দলের সাথেও জোট করতে পারেন জানিয়ে তিনি বলেন, স্বতন্ত্ররা জোট না করলে সংরক্ষিত নারী আসন পাবেন না।