গত কাল রাত ৯ দিকে মসজিদের দখল নিয়ে গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয় ৷
তাবলীগ জামাতের দুই গ্রুপ সাদ পন্থী ও জুবায়ের পন্থী মসজিদে অবস্থান করা নিয়ে শুরু হয় এই মারামারি ।।রাত সাড়ে ৯ টায়/(২১.১.২৪) মারামারি শুরু হয়। তারপর থেকে দুই গ্রুপই মুখোমুখি, এখন পর্যন্ত অবস্থান করছে।গতবছর জুবায়ের পন্থীরা প্রথম পর্বে ইস্তেমা করার কারণে এবার সরকার প্রথম পর্বে ছাদপন্থীদের অনুমতি দিয়েছে। তবে সাতপন্থীরা যাতে মসজিদের দখল নিতে না পারে সেজন্য আগে থেকেই মসজিদটি দখল করে রেখেছিল জুবায়ের পন্থীরা। সাধারণত ইজতেমার আগে টঙ্গীর আশেপাশের মসজিদ গুলোতে তাবলীগের লোকজন অবস্থান করে। সেকারণে সাদ পন্থীরা মসজিদে প্রবেশ করতে চাইলে সংঘর্ষ বাধে। মসজিদের ভেতরে পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে সমঝোতা বৈঠক চলছে।।