সাজা ভোগের পরও কারাগারে বন্দি ১৫৭ বিদেশি : হাইকোর্টে প্রতিবেদন : দেশের কারাগারগুলোতে বিভিন্ন অপরাধে সাজা খাটা শেষ হওয়ার পরও, ১৫৭ জন বিদেশি বন্দি এখনো তাদের দেশে ফেরতের অপেক্ষায়। বর্তমানে তারা সারাদেশের বিভিন্ন কারাগারে বন্দি। এর মধ্যে ১৫০ জন ভারতের নাগরিক, মিয়ানমারের ৫ জন, পাকিস্তানের ১ জন ও ১ জন নেপালের নাগরিক। ১৫৭ জনের মধ্যে নারী রয়েছেন। উচ্চ আদালতের আদেশের পর কারা অধিদপ্তরের পাঠানো এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে এ প্রতিবেদন দাখিল করা হয়। ওই আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত জানান, সাজা খাটা হলেও অন্য দেশের নাগরিক হওয়ায়, সংশ্লিষ্ট দেশের সঙ্গে যোগাযোগ করে একটি প্রক্রিয়ার মাধ্যমে এসব ব্যক্তিদের নিজ দেশে প্রত্যাবাসন করতে হয়। সেই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাদের মুক্তি দেওয়া সম্ভব নয়। তিনি জানান, কারাবন্দি এসব বিদেশি নাগরিকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় হয়েছে। একই আদালতে সিলেট কারা কর্তৃপক্ষের পাঠানো আরকেটি প্রতিবেদনে বলা হয়েছে, নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সিলেট কারাগারের কনডেম সেলে থাকা এক নারীর সঙ্গে তার ১১ মাসের শিশু মাহিদা নিরাপদে আছে। সিলেট কারাগারে নারী বন্দি আসামিদের শিশুদের দেখাশোনার জন্য ডে কেয়ার সেন্টার ও শিশু খাদ্যের ব্যবস্থা রয়েছে। – অ্যাডভোকেট অমিত দাশ গুপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল।।
Related Posts
সাম্প্রতিক পোস্ট
-
আমরা জানতে চাই ইউটিউব চ্যানেল17-09-2024
-
সুস্থ থাকার সর্বোত্তম উপায় প্রতিরোধ17-09-2024
- ফজর
- যোহর
- আছর
- মাগরিব
- এশা
- সূর্যোদয়
- ৫:১১
- ১১:৫৯
- ৩:৪০
- ৫:১৯
- ৬:৩৮
- ৬:৩৬