👍
Seen by Mohshin Kabir at 12:54 PM
Seen by Jenia Chisim at 5:52 PM

Enter

Shafiquel

Shafiquel Haque

৭ জানুয়ারি প্রহসনের নির্বাচনে সরকার চরমভাবে পরাজিত হয়েছে। পায়ের নিচের মাটি সড়ে গেছে তাদের। যে কোন সময় বিদায় নিতে বাধ্য হবে। সরকার পতনের আন্দোলন চলবে তবে সেটি হবে শান্তিপূর্ণ — মঈন খান

👍
Seen by Hasan Imam Rajon at 6:29 PM
Seen by Rundown Atn at 3:21 PM

Enter

Mashudul

Mashudul Haque

দেশের ২৪টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির পরীক্ষার তারিখ চূড়ান্ত হয়েছে। ব্যবসায় শিক্ষা বিভাগের (সি ইউনিট) পরীক্ষা হবে আগামী ৮ মার্চ। পরদিন ৯ মার্চ মানবিক বিভাগের (বি ইউনিট) এবং সর্বশেষ ২৭ এপ্রিল বিজ্ঞান বিভাগের (এ ইউনিট) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৯ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আগের মতো আবেদন ফি দেড় হাজার টাকা। তবে বিশেষায়িত বিষয়গুলোর জন্য অতিরিক্ত ৫০০ টাকা আবেদন ফি গ্রহণ করা হবে। এবার আগামী ৩০ জুনের মধ্যে ভর্তির সব কার্যক্রম শেষ করার সিদ্ধান্ত হয়েছে। আজ জিএসটিভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কমিটির প্রথম সভায় ভর্তির এসব সিদ্ধান্ত হয়।

Seen by Mashudul Haque at 3:20 PM

Enter

Zabed

Zabed Akhter

সংবাদ বিজ্ঞপ্তি জিএসটি গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা (ঢাকা: ২১ জানুয়ারি ২০২৪ খ্রি.): জিএসটি গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৮ মার্চ শুক্রবার (সি ইউনিট-বাণিজ্য), ৯ মার্চ শনিবার (বি ইউনিট-মানবিক) এবং ২৭ এপ্রিল শনিবার (এ ইউনিট-বিজ্ঞান) গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সকল ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আজ রবিবার বিকেলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) সম্মেলন কক্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কমিটির প্রথম সভায় এ সকল সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় জানানো হয়, আগামী ২৯ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি. রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। পূর্বের ন্যায় আবেদন ফি ১৫০০ টাকা ও বিশেষায়িত বিষয়সমূহের জন্য অতিরিক্ত ৫০০ টাকা আবেদন ফি গ্রহণ করা হবে। আগামী ৩০ জুনের মধ্যে ভর্তির সকল কার্যক্রম শেষ করার বিষয়ে উপাচার্যবৃন্দ ঐক্যমত পোষণ করেন। সভায় ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রদত্ত যোগ্যতার ন্যায় এবারও একই যোগ্যতা নির্ধারণ করা হয় বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এবারও সর্বনি¤œ ৩০ নম্বর পাস নম্বর হিসেবে বিবেচনা করা হবে। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নাছিম আখতারের নেতৃত্বে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়। কমিটিতে সকল বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ. এফ. এম. আবদুল মঈনের নেতৃত্বে একটি ফিন্যান্স কমিটি গঠন করা হয়। কমিটিতে সকল বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় ২৩টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দ উপস্থিত ছিলেন। বার্তা প্রেরক মো. আব্দুর রশিদ উপ-পরিচালক (চলতি দায়িত্ব), জনসংযোগ শাখা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মুঠোফোন: ০১৭০৯৮১৮১৬৪

Seen by Shafiquel Haque at 6:34 PM
Seen by Zabed Akhter at 1:09 PM
Seen by Shah Jahan Rahman at 6:16 PM
Seen by Naimur Rahman at 6:19 PM
Seen by Josli Shubho Biswas at 6:52 PM

Enter

6:59 PM

Towhid

Open photo

Enter

Towhid

Towhid Sowrav

অর্থশন্ত্রী কথা বলবেন

Seen by Ashiqur Rahman Apu at 6:59 PM
Seen by Towhid Sowrav at Wednesday 12:07pm
Seen by Khandaker Atiquzzaman at 7:00 PM

Enter