ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শুরু হলো,আজ শনিবার উদ্বোধনী সিনেমা ‘ফেরেশত” দিয়ে ২২তম আসরের পর্দা উঠেছে, তার আগে ,রাজধানীর জাতীয় জাদুঘরের আনুষ্ঠানিকভাবে সূচনা হয়,এতে উপস্থিত ছিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর। বক্তব্য পর্বের স্বাগত বক্তব্য রাখেন উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল। তিনি বলেন, ‘এই উৎসবটি করার জন্য আমাদের টিম সারা বছর ধরে কাজ করেছে। সারা বছর কঠিন পরিশ্রমের ফল আজ এ উৎস । অনেক প্রতিকুলতার মধ্যেও আমরা চেষ্টা করেছি একটা ভালো উৎসব আয়োজনের।***
দেশ-বিদেশের অনেক তারকা এ উৎসবে অংশ নিয়েছেন,তাদের মধ্য ইরানের নন্দিত নির্মাতা মাজিদ মাজিদি, চীনের সাংহাই ফিল্ম অ্যাসোসিয়েশনের ডেপুটি চেয়ারম্যান শি চুয়ান ও কলকাতার গুণী চলচ্চিত্রকার ও সংগীতশিল্পী অঞ্জন দত্ত রয়েছেন। বাংলাদেশসহ ৭৪টি দেশের ২৫২টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এরমধ্যে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের সংখ্যা ১২৯টি, স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্রের সংখ্যা ১২৩টি। আর বাংলাদেশের চলচ্চিত্র থাকছে ৭১টি।সব প্রদর্শনী বিনা মূল্যে উপভোগ করা যাবে, চলচ্চিত্র গুলো দেখানো হবে,-জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তন,কবি সুফিয়া কামাল মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা, নৃত্যশালা মিলনায়তন, অঁলিয়স ফ্রঁসেজ মিলনায়তন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাডেমি মিলনায়তন। আগামী ২৮ জানুয়ারি এর পর্দা নামবে।