শনিবার থেকে বৃহষ্পতিবার সকাল ৭.১০ মিনিট থেকে রাত ৮.৪০ পর্যন্ত চলবে । সময় সূচি: সকাল ৭.১০ মিনিট থেকে ১১.৩০ মিনিটি Peak Hour , /Headway ১০ মিনিট, ১১.৩১ মিনিট থেকে বিকাল ৪.০০ টা পর্যন্ত off peak Hour,/ Headway ১২ মিনিট, বিকাল ৪.০১ মিনিট থেকে রাত ৮.০০মিনিট পর্যন্ত Peak Hour,/ Headway ১০ মিনিট।** বিশেষ নোট: সকাল ৭.১০মিনিট এবং ৭.২০ মিনিটে উত্তরা থেকে মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যাবে।এ দুইটি ট্রেনে শুধু মাএ MRT/Rapid pass ব্যবহার করে ভ্রমন করা যাবে।মতিঝিল থেকে সকাল ৭.৩০ মিনিটে ট্রেন চলাচল শুরু হবে। রাত ৮.১০মিনিট,৮.২০মিনিট.৮.৩০মিনিট, ৮.৪০ মিনিটে ৪টি ট্রেন মতিঝিল থেকে যাত্রা শুরু করে উত্তরাতে যাবে।এ ট্রেন গুলোতে শুধু মাএ MRT/Rapid pass এবং ভ্রমনের দিন রাত ৭.৪৫ মিনিটের র্পূবে ক্রয়কৃত Single Journey Ticket ধারী যাত্রীগণ ভ্রমণ করতে পারবেন। **রাত ৭.৪৫ মিনিটের পর সকল টিকিট বিক্রয় অফিস এবং টিকিট বিক্রয় মেশিন বন্ধ হয়ে যায়। www.dmtcl.gov.bd অথবা স্টেশন হতে নিবন্ধন ফরম সংগ্রহ করে পূরণ করে MRT/Rapid pass ক্রয় করা যাবে।সাপ্তাহিক বন্ধ শুক্রবার । চালু স্টেশন : উত্তরা উত্তর,উত্তরা সেন্টার,উত্তরা দক্ষিণ,পল্লবী,মিরপুর-১১,মিরপুর-১০,কাজীপাড়া,শেওরাপাড়া,আগাগোঁও,বিজয় সরণি,ফার্মগেট,কারওয়ান বাজার,শাহবাগ,ঢাকা বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ সচিবালয়,এবং মতিঝিল।
Related Posts
সাম্প্রতিক পোস্ট
-
আমরা জানতে চাই ইউটিউব চ্যানেল17-09-2024
-
সুস্থ থাকার সর্বোত্তম উপায় প্রতিরোধ17-09-2024
- ফজর
- যোহর
- আছর
- মাগরিব
- এশা
- সূর্যোদয়
- ৫:১১
- ১১:৫৯
- ৩:৪০
- ৫:১৯
- ৬:৩৮
- ৬:৩৬