মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে রজনীগন্ধা ফেরিডুবির ঘটনায় নিখোঁজ সেকেন্ড মাস্টারের সন্ধান এখনও মেলেনি। তবে, ২০ জনকে জীবিত এবং ডুবে যাওয়া ফেরিতে থাকা কয়েকটি ট্রাক উদ্ধার করা হয়েছে। সক্ষমতা না থাকায় পুরো ফেরিটি উদ্ধারে হামজার পাশাপাশি আনা হচ্ছে একাধিক উদ্ধারকারী জাহাজ। এদিকে, ফেরি ডুবির প্রকৃত কারণ এখনও নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। ** কুয়াশার কারণে রাতে ঘাটে ভিড়তে না পারা ফেরিই, সকালে ডুবে গেলো। পাটুরিয়ার পাঁচ নম্বর ঘাট থেকে স্বল্প দূরত্বে ঘন্টাখানেক সময় আধা নিমজ্জিত থাকলেও, পরে পুরোপুরি ডুবে যায় ইউটিলিটি ফেরি রজনীগন্ধা। থেমে থাকা ফেরি কিভাবে ডুবলো? কেউ বলছে বাল্কহেডের ধাক্কায়, তো কারও দাবি- সংঘর্ষের কোন ঘটনাই ঘটেনি।ফেরি উদ্ধারে দিনভর ভীষণ ব্যস্ততা দেখা যায়। উদ্ধার কাজ দ্রুত শেষ করার চেষ্টা করা হচ্ছে।** দুপুরে দুর্ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী জাহাজ হামজা। কিন্তু তা দিয়ে ফেরি উদ্ধার করা না গেলেও, বিকেল পর্যন্ত ডুবে যাওয়া ফেরিতে থাকা দুটি কাভার্ডভ্যানকে ভাসমান অবস্থায় মাইলখানেক দূর থেকে উদ্ধার করা হয়।** ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির দাবি, কুয়াশা নাকি ঘাট কর্তৃপক্ষের গাফিলতিতে এই দুর্ঘটনা, তার সুষ্ঠু তদন্ত হোক। দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়ায় আসার সময় ৫ নং ঘাটের কাছাকাঠি এসে ডুবে যায়। ফেরিটিতে ৭টি ছোট ট্রাক ও ২টি বড় ট্রাক ছিল। দীর্ঘসময় ফেরি উল্টে গিয়ে এর বেশকিছু অংশ পানির ওপরে ভাসমান ছিল। ফায়ার সার্ভিস সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৬ জনকে জীবিত উদ্ধার করে। ফেরির সেকেন্ড ড্রাইভার হুমায়ূন কবির (৩৯) নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিস এর উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।……


PROO- BIWTA