চৌদ্দগ্রাম এলাকার ভরা মৌসুমী ও শীতকালীন সবজির মূল্য ক্রেতা সাধারণের নাগালের বাহিরে চলে গেছে। চাল, ডাল ,তেল সহ নিত্য পণ্যের উচ্চ মূল্যের পর শীতকালীন সবজি কিনতে ও হিমশিম খাচ্ছে মানুষ এতে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের নাভিশ্বাস উঠেছে প্রয়োজনের তুলনায় কম কিনেই দিন চালাতে হচ্ছে তাদের গত মঙ্গলবার চৌদ্দগ্রাম বাজারে বড়বাজার ঘুরে দেখা গেছে ফুলকপি-৫০, টমেটো -৪০,আলু-৬০,পেঁয়াজ-১৩০/১০০,আদা এলসি-২২০, রসুন -২৪০,পেঁয়াজের কলি-৪০,বিট -৪০,বরবটি-১০০, দেশী সিম- ৮০,কাঁচা মরিচ-১০০,পেঁপে ৩০,পাতাকপি -৬০/৫০,লাউ-১৬০/৮০, বেগুন-৬০ ,গাজর-৬০, দেশি গিরা-৪০, মিষ্টি কুমড়া-৬০/৫০,কেজি দরে বিক্রি হচ্ছে। এ হিসাবে বাজারে সবচেয়ে কম মূল্যের সবজি এখন কাঁচা পেঁপে বড় বাজারে বাজার করতে এসে ভ্যানচালক আব্দুর রহমান জানান মাছ-মাংস তো কেনা ছেড়ে দিয়েছি এখন সবজি কিনে খাওয়াও কঠিন হয়ে গেছে। একটা ফুলকপি কিনেছি ৬০ টাকা দিয়ে শীতকালে এসব সবজির দাম থাকে খুবই কম ,কিন্তু এই বছর বাজারের পরিস্থিতি ঠিক উল্টো তৃতীয় শ্রেণীর সরকারি চাকুরে এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন ,যে টাকা বেতন পাই তা দিয়ে মাসের বাজার খরচ মেটে না। বাজারের প্রত্যেকটি সবজির দামই আকাশ ছোঁয়া এরপর মাংশ, মাছ, মসলা, শুকনা মরিচ , কোন কিছুই ক্ষমতার মধ্যে নেই প্রয়োজনের তুলনায় সব কিছুই কম কিনে কোনোমতে দিন পার করছি, আর জীবন যাপন করে বেঁচে আছি।
Related Posts
সাম্প্রতিক পোস্ট
-
আমরা জানতে চাই ইউটিউব চ্যানেল17-09-2024
-
সুস্থ থাকার সর্বোত্তম উপায় প্রতিরোধ17-09-2024
- ফজর
- যোহর
- আছর
- মাগরিব
- এশা
- সূর্যোদয়
- ৫:১১
- ১১:৫৯
- ৩:৪০
- ৫:১৯
- ৬:৩৮
- ৬:৩৬