ছবিতে দেখতে পাওয়া গিয়েছে যে লাভা প্রবাহ গ্রিন্ডাভিকের মাছ ধরা গ্রামের একটি বাড়িকে গ্রাস করছে । পৃথিবী পৃষ্ঠের ফাটল থেকে দ্বিতীয়বারের মত লাভা নির্গত হওয়ার কারণে এক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো, আইসল্যান্ডীয় গ্রামের বাসিন্দাদের সরিয়ে নিতে হয়েছিল ।

গতবার এটি একটি মিথ্যা শঙ্কা ছিল, কারণ লাভা অন্য দিকে প্রবাহিত হয়েছিল, কিন্তু রবিবার অগ্ন্যুৎপাতের পরে লাভা প্রবাহ সরাসরি গ্রামের দিকে প্রবাহিত হয়েছে । ছবিতে গ্রামের কয়েকটি বাড়ী পুড়ে যেতে দেখা যাচ্ছিলো। আশাকরা যাচ্ছে এই বিপর্যয়ে কোন হতাহতের ঘটনা হবে না, কারণ সেখানের ৪,০০০ বাসিন্দা সময়মতো গ্রাম ছেড়ে যেতে সক্ষম হয়েছিল।