নসরুল হামিদ-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী: * অনেক চ্যালেঞ্জ এ বছর আসবে। সবাইকে নিয়ে মোকাবিলা করতে হবে। * সুশাসন রক্ষা করে, স্বচ্ছতার সঙ্গে কাজ করতে চাই। * শীতে গ্যাসের চাপ কমে যায়। সামনে রোজার মাস রেখে পরিকল্পনা চলছে। নিজেস্ব গ্যাস আহরন করা জ্বালানি ক্ষেত্রে বড় অগ্রাধিকার। * ২০৪৬ সালের মধ্যে ১০০ গ্যাস কুপ খনন করা লক্ষ। * ভোলা থেকে বরিশাল গ্যাসলাইন এ বছর। ** বিবিয়ানার গ্যাস নিয়ে সুখব পেতে পারি। * তিন- চার সাসের মধ্যে বিবিয়ানায় কী পরিমান তেল পাবো নিশ্চত হবো।*** বিদ্যুৎতে দুটি চ্যালেঞ্জ, ১. সামনে রোজার মাস, দিনে সাড়ে ১৭ হাজার মেগাওয়াট পর্যন্ত চাহিদা হতে পারে। ২. সেচ মৌসুম, আমরা মোকাবিলায় চেস্টা করছি, প্রস্তুতি নিচ্ছি।**কৃষি জমি নষ্ট না করে, পরিবেশ নস্ট না করে কিভাবে কয়লা উত্তোলন করা যায় সেটা চেস্টা করছি।**২০২৬’র মধ্যে দেশে নিরবচ্ছিন্ন গ্যাস সাপলাই থাকবে, সে লক্ষে কাজ চলছে। * আমাদের মাত্র ২০ শতাংশ গ্যাস আমদানি করা হয়। ৮০ ভাগ নিজস্ব।**