তিনি আনঅফিশিয়ালি মন্ত্রিপরিষদের সবার সাথে মিটিং করেন তার পরে টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সাথে নির্বাচন পরিবর্তী মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন শেখ হাসিনা সেখানে তিনি বলেন:
★ বাধা সত্বেও মানুষ ভোট দিতে এসেছে
★ চক্রান্ত এখনো শেষ হয়নি।
★ বঙ্গবন্ধুর খুনী ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করছে
★ মুসলিম দেশে একজন নারী ৫বার প্রধানমন্ত্রী হবে। এটা অনেকে মানতে পারছে না।
★ নির্বাচনে ভোটের মানুষ সব ষড়যন্ত্রে জবাব দিয়েছে।
★ বিএনপির নেতৃত্ব নাই বলেই তারা নির্বাচনে আসে নাই
★ ★বিএনপির পল্টনের অফিসের তালা ভাঙ্গা একটা নাটক। এই নাটক করে মানুষকে ধোকা দেয়া যাবে না।
★★ দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে রাখাই এখন প্রধান কাজ
…. প্রধানমন্ত্রী