গোপীবাগ, সায়দাবাদ, ঢাকা এলাকায় দুর্বৃত্ত কর্তৃক বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ৪টি বগিতে আগুন। খিলগাঁও ও পোস্তগোলা ফায়ার স্টেশনের ৭টি ইউনিট কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে

চ বগি থেকে আগুনের সূত্রপাত হয়েছিল বলে জানা গিয়েছে এবং ফায়ার ব্রিগেডের ৮ ট ইউনিয়ের অক্লান্ত চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা হয় ,

গেন্ডারিয়া – ঢাকা সেকশনের কিমি নং – ৩২২।১-৩ এর মাঝে যাত্রীবাহী ৭৯৫ নং আন্তঃনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় দুর্ঘটনার পেছনের কারণ ও দায়-দায়িত্ব নির্ধারণের জন্য নিম্নোক্ত বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে:১৷ ডিএসটী।ঢাকা, আহ্বায়ক ২। ডীএন-১।ঢাকা, সদস্য৩। ডিঈ।ঢাকা, সদস্য৪। ডিএমই।ক্যারেজ, সদস্য৫। ডিএমও।ঢাকা, সদস্য৬। সিআরএনবি।ঢাকা, সদস্য৭। ডিটিও।ঢাকা, সদস্যকমিটি আগামী ০৩ (তিন) কর্মদিবসে মধ্যে প্রতিবেদন দাখিল করবেন।

ছবি সূত্র : গুগল