দুপুরে নারায়নগঞ্জে শেষ নির্বাচনী জনসভায় – ৭ জানুয়ারি ভোট দিয়ে দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে সেটা প্রমান করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি আরো বলেন – জিততে পারবে না জানে বলেই বিএনপি নির্বাচনে আসতে ভয় পায়,

গত ২০শে ডিসেম্বর সিলেটে নির্বাচনী জনসভার মাধ্যমে নির্বাচনী প্রচারনা শুরু করেছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বৃহস্পতিবার নারায়নগঞ্জে জনসভার মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রচারনার ইতি টানলেন তিনি।

শেষ নির্বাচনী জনসভায় আওয়ামী লীগ সভাপতির বক্তব্য শুনতে নারায়নগঞ্জের ৫টি সংসদীয় আসন থেকেই লাখো মানুষ এসেছিল নারায়ণগঞ্জের এ কে এম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে।

মঞ্চে নারায়নগঞ্জের আওয়ামী লীগ মনোনিত ৪ প্রার্থী ছাড়ায় নারায়নগঞ্জ ৫ আসনে জাতীয় পার্টির প্রার্থী সেলিম ওসমানও উপস্থিত ছিলেন।

শেখ হাসিনা এসময় বললেন, মানুষের ভোট পাবেনা জেনেই বিএনপি নির্বাচনে আসতে ভয় পায়। এজন্যই তারা সন্ত্রাস করে। জ্বালাও পোড়াও মানুষ খুন। এটাই বিএনপির একমাত্র গুন। নির্বাচন যেন না হয় সেই চক্রান্ত এখনো চলছে বলে সতর্ক করে শেখ হাসিনা সবাইকে শান্তিপূর্নভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবার আহ্বান জানালেন।

আওয়ামী লীগ ছাড়া আর কেউ দেশের উন্নতি ধরে রাখতে পারবে না মন্তব্য করে শেখ তিনি আগামী নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট চাইলেন।

গত ২০ ডিসেম্বর থেকে শুরু করে সারাদেশে ১১টি সরাসরি আর ৫টি ভার্চুয়াল নির্বাচনী জনসভা করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।