সোমবার ১.১.২০২৪ তারিখ বিকেলে একটি শক্তিশালী ৭.৫ মাত্রার ভূমিকম্প পশ্চিম জাপানে আঘাত হানে, যার ফলে ১.২ মিটার (৪ ফুট) উচ্চতার সুনামি ঢেউ শুরু হয় এবং রাস্তা, বিদ্যুৎ, পরিবহন এবং নাগরিক অবকাঠামোতে বিপুল ক্ষতি সাধন হয় . শেষ খবর পাওয়া পর্যন্ত ৪৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে
ছবি সূত্র : গূগল