লাইব্রেরী বা পাঠাগার কে বলা হয় জ্ঞানের ভান্ডার। বলা হয়ে থাকে, একটি জাতির লাইব্রেরী যত বেশি সমৃদ্ধ সে জাতি তত বেশি সমৃদ্ধ। আবার এমনও প্রবাদ রয়েছে,একটি জাতিকে ধ্বংস করার জন্য আগে তার জ্ঞানের ভান্ডার লাইব্রেরী ধ্বংস করে দাত্ত। তাই দেশে দেশে লাইব্রেরীর প্রতি রয়েছে আলাদা দরদ।


বিশ্বে এমন সব বিখ্যাত লাইব্রেরী রয়েছে যা পাঠকের জ্ঞানের ক্ষুধা মেটানোর পাশাপাশি এর দৃষ্টিনন্দন নির্মাণশৈলী পাঠকের শুধু চোখ জুড়ায় না,মনও ভরিয়ে দেয়। দেখে নিই বিশ্বের সেরা ৭টি লাইব্রেরি।


১.অ্যাবে লাইব্রেরি: সুইজারল্যান্ডের সেন্ট গ্যালেন এ অবস্থিত অ্যাবে লাইব্রেরীটি নি:সন্দেহে পৃথিবীর সবচেয়ে সুন্দর লাইব্রেরীগুলোর একটি। এই সুদৃশ্য গ্রন্থাগারটি শুধুমাএ সুইজারল্যান্ডেরই নয় বরং বিশ্বের ও সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে শুরুত্বপূর্ণ মোনাস্টেরি লাইব্রেরী। ১লক্ষ ৬০ হাজার বই ধারণে সক্ষম এই লাইব্রেরীটিতে অষ্টম শতকের বআও আছেদ

  1. স্টকহোম পাবলিক লাইব্রেরী: সুইডেনের ”আর্কিটেক্ট গানার অ্যাসপ্লান্ড” এই লাইব্রেরীটির নকশা করেছেন, যিনি বিশ্ব ঐতিহ্যের থান উডল্যান্ড সিমেট্রির নকশাবিদ এবং স্কেন্ডিয়া সিনেমাটিতে কাজ করে পরিচিতি লাভ করেন। বৃওাকার প্রধান কক্ষটিতে নরডিক ভাষার বই রাখা আছে এবং এর সাদা নকশা করা ছাদটি এমন ভারে তৈরি করা হয়েছে যে দেখতে মেঘের মত মনে হয়।
  2. অ্যাডমন্ট অ্যাবে লাইব্রেরী: ১৭৭৬ সালে অষ্ট্রিয়াতে তৈরি করা হয় অ্যাডমন্ট অ্যাবে লাইব্রেরীটি। এটি ৭০ মিটার দীর্ঘ,১৪ মিটার প্রশস্ত ও ১৩ মিটার উঁচু। এই লাইব্রেরীর নকশাটি আদর্শ ও জ্ঞানের আলাক সম্পাত করছে। এই লাইব্রেরীর ধারণক্ষমতা দুই লক্ষ ভলিউম।
  3. .ট্রিনিটি কলেজ লাইব্রেরী: আয়ারল্যান্ডের ডাবলিনে ট্রিনিটি কলেজ লাইব্রেরীটি অবস্থিত। অদ্ভুত সুন্দর এই লাইব্রেরীটির তাক গুলো গাছের কাঠ দিয়ে তৈরি। এখানে সব ধরনের বই খুঁজে পাওয়া যায়। এটি আয়ারল্যান্ডের কপিরাইট লাইব্রেরী হিসেবে পরিচিত কারণ এই দেশে যা কিছুই ছাপানো হোক তার একটি কপি এই লাইব্রেরীতে পাঠাতে হয়।
  4. .বিব্লিওথেক ন্যাশনাল ডি ফ্রান্স: ফ্রান্সের জাতীয় লাইব্রেরী বিব্লিওথেক ন্যাশনাল ডি ফ্রান্স প্যারিসে অবস্থিত।১৯৮৮ সালে লাইব্রেরীটিকে বর্ধিত করা হয়। এখানে ৫০০০ গ্রীক পান্ডুলিপি সংরক্ষিত আছে।
  5. স্ট্রাহোব মঠ লাইব্রেরী: চেক প্রজাতন্ত্রের স্ট্রাহোব মঠ লাইব্রেরীটি বিশ্বের আর একটি সুন্দর লাইব্রেরী। এই চিত্তাকর্যক লাইব্রেরীতে বই এর ২ লক্ষ ভলিউম আছে যাতে ৩ হাজার মূল পান্ডুলিপি আছে। অসাধারণ সিলিং এর জন্য সুপরিচিত এই লাইব্রেরী। সংকলন চাকার মাধ্যমে এর বইয়ের শেলফগুলোকে ঘুরানো য়ায যার বই খুঁজে পাওয়া সহজ হয়।
  6. ব্রিস্টল সেন্ট্রাল লাইব্রেরী: ইংল্যান্ডের ব্রিস্টলের কলেজ গ্রিন এর দক্ষিণ পাশে ব্রিস্টল সেন্ট্রাল লাইব্রেরীটি অবস্থিত । এটি ১৯০৯ সালে তৈরি করা হয়। ব্রিস্টল পাবলিক লাইব্রেরীর প্রধান কালেকশন গুলো এখানে আছে। এটি তৈরি করা হয়েছিলো একটি ঢালের উপরে এবং এর সামনের অংশটি তিন তলা বিল্ডিং এর সমান আর পেছনের অংশটি পাঁচতলা।

ছবি সূত্র: গুগল