ভোটের আগে দু’দিন, পরে দু’দিনসহ ৫ দিন ১ হাজার ৯০৪ জন অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত ইসির , নির্বাচনী এলাকার সার্বিক শান্তিশৃঙ্খলা রক্ষা,অপরাধ প্রতিরোধের জন্য এবং মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের সাথে বিশেষ করে বিজিবি,কোষ্টগার্ড ও সশস্ত্র বাহিনীর টিমের সাথে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিত করা হয়।
৬৪টি জেলরা ম্যজিষ্ট্রেটদের নিকট হতে প্রাপ্ত তথ্য মতে বিভাগ অনুয়ায়ী নিয়োগ প্রদান করা হয় । ঢাকা বিভাগের জন্য ২৮৬,ময়মনসিংহ বিভাগের জন্য ৭৭,চট্টগ্রাম বিভাগের জন্য ২১০,সিলেট বিভাগের জন্য ৮৬,রাজশাহী বিভাগের জন্য ১৪২,বরিশাল বিভাগের জন্য ১০৫,খুলনা বিভাগের জন্য ১৪০,রংপুর বিভাগের জন্য ১১৬ , সর্বমোট:১১৬২ জন, মোবাইল কোর্ট নিয়োজিত এক্সিকিউটিভ ম্যাজিষ্টেটের সংখ্যা ৭৫৪ জন , যদি প্রয়োজন হয় সেই জন্য অতিরিক্ত ১৯০৪জন থাকবেন।