মেট্রোরেল এর শাহবাগ ও কাওরান বাজার স্টেশন চালু হবে ৩১ ডিসেম্বর ২০২৩।।বর্তমান সময়সূচী মানা হবে।মেট্রোরেলের স্বাভাবিক চলাচলের স্বার্থে রুট এলাইনমেন্ট এর এক কিলোমিটার এর ভিতরে ফানুশ না উড়ানোর আহ্ববান ডিএমটিসিএল এর এমডি এমএএন সিদ্দিক এর।মেট্রোরেলে প্রতিদিন গড়ে এক লক্ষ ৩৫ হাজার থেকে -এক লক্ষ ৫৫ হাজার পর্যন্ত যাত্রী চলাচল করছে,পরে আর বৃদ্ধি পাবে।উত্তরা থেকে মতিঝিল স্টেশনের বর্তমান সময়সূচী অনুযায়ী শাহবাগ ও কাওরান বাজার স্টেশনে মেট্রোরেল চলাচল করবে। রাত পর্যন্ত কবে চলবে তা কিছুদিনের মধ্য জানানো হবে।—ডিএমটিসিএল এর এমডি এমএএন সিদ্দিক।
সাম্প্রতিক পোস্ট
-
আমরা জানতে চাই ইউটিউব চ্যানেল17-09-2024
-
সুস্থ থাকার সর্বোত্তম উপায় প্রতিরোধ17-09-2024
- ফজর
- যোহর
- আছর
- মাগরিব
- এশা
- সূর্যোদয়
- ৫:১১
- ১১:৫৯
- ৩:৪০
- ৫:১৯
- ৬:৩৮
- ৬:৩৬