নিজস্ব প্রতিনিধি : আজ বুধবার সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর হোটেল সোনারগাঁয়ে আনুষ্ঠানিক ইশতেহার ঘোষণা করেছেন এবারের ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে উত্তরণকে গুরুত্ব দিয়েছে আওয়ামী লীগ।
টানা তিন মেয়াদ ক্ষমতায় থাকা দল আওয়ামী লীগ এবার তার নির্বাচনী ইশতেহারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকে বিশেষ অগ্রাধিকারে রেখেছে। এর বাইরেও ইশতেহারে অগ্রাধীকার দেয়া হয়েছে, কর্ম উপযোগী শিক্ষা ও যুবকদের কর্মসংস্থান, সমন্বিত কৃষি ব্যবস্থাপনা, বিনোয়গ ও শিল্পের প্রসার, ব্যাংকসহ আর্থিক খাতের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি। সে সঙ্গে নিন্ম আয়ের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, সর্বজনীন পেনশন ব্যবস্থায় সবাইকে যুক্ত করা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকারিতা ও জবাবদিহিতা নিশ্চিত করাসহ সাম্প্রদায়িকতা এবং সকল ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদ রোধ করে সর্বস্তরে গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষার চর্চার প্রসার ঘটানোকেও গুরুত্ব দেয়া হয়েছে আওয়ামী লীগের ২০২৪ সালের এই নির্বাচনী ইশতেহারে।
আওয়ামী লীগের ইশতেহারে ১১ টি বিশেষ অগ্রাধিকার:

দ্রব্যমূল্য সকলের ক্ষয়ক্ষমতার মধ্যে রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া।
কর্মোপযোগী শিক্ষা ও যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা।

  • আধুনিক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা।
  • লাভজনক কৃষির লক্ষ্যে সমন্বিত কৃষি ব্যবস্থা, যান্ত্রিকীকরণ ও প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ বৃদ্ধি।
    *দৃশ্যমান অবকাঠামোর সুবিধা নিয়ে এবং বিনিয়োগ বৃদ্ধি করে শিল্পের প্রসার ঘটনো।
    *ব্যাংকসহ আর্থিক খাতে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা।
    *নিম্ন আয়ের মানুষদের স্বাস্থ্যসেবা সুলভ করা।
    *সর্বজনীন পেনশন ব্যবস্থায় সকলকে যুক্ত করা।
  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকারিতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।
  • সাম্প্রদায়িকতা এবং সকল ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদ রোধ করা।
  • সর্বস্তরে গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষা ও চর্চার প্রসার ঘটানো।