নিজস্ব প্রতিনিধি : সালমান খানের ভাল নাম হলো আব্দুল রশিদ সেলিম সালমান খান তার জন্ম ২৭শে ডিসেম্বর , তিনি ভারত সহ সার পুথিবিতে তুমুল জনপ্রিয় তারকা , তার বাবার নাম-সেলিম খান আর মায়ের নাম সুশীলা চরক। তার সম্পর্কে জানার জন্য সবাই আগ্রহ রয়েছে। পাঠকের আগ্রহের কথা চিন্তা করে কিছুটা সালমাননের তথ্য ভান্ডার থেকে ….
০১ ছোট থেকে সালমান ভাল সাঁতার কাটতে পাতেন, তিনি পড়াশুনা সময় থেকে অনেক বার সাঁতারে প্রথম হয়েছেন, তিনি দেশের বাহিরেও সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।
০২ সালমানের হাতে সব সময় দেখা যায় ফিরোজা রঙের পাথর বসানো ব্রেসলেট । তিনি প্রায় সময় এটা পরে রাখেন এমন কি অভিনয় এর সময়ও তিনি এটা ব্যবহার করেন ।
০৩ এক বার লন্ডন-এ ছবির কাজের সময় বিদেশী খাবার খেতে খেতে হাপিয়ে গিয়েছিলেন তখন তার নিজের বাবুর্চিকে লন্ডনে নিয়ে বিরিয়ানি খাবারের ব্যবস্থা করেন, তিনি খেতে বেশ পছন্দ করেন। তাঁর সবচেয়ে পছন্দের রেস্তরাঁ মুম্বাইয়ের চায়না গার্ডেন।
০৪. বাড়িতে তিনি খালি পায়ে থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন এ বলিউডে অভিনেতা।
০৫. গাড়ীর প্রতি তার অনেক আগ্রহ তার কাছে দেশ বিদেশ এর হরেক রকমের গাড়ী রয়েছে। বিএমডব্লিউ, মার্সিডিজ এবং ল্যান্ড ক্রুজার গাড়ির প্রতি তাঁর বিশেষ দুর্বলতা রয়েছে।
০৬ সাবান ব্যবহারে তিনি বেশ সৌখিন, প্রাকৃতিক উপাদান ফলের নির্যাস থেকে তৈরি সাবান ব্যবহার করেন সালমান। হরেক রকমের সাবান রয়েছে তাঁর স্নানঘরে।
০৭ দাতব্য কাজে সালমানের অবদান রয়েছে, নিজের দাতব্য সংস্থা বিয়িং হিউম্যানের মাধ্যমে জনকল্যাণমূলক বিভিন্ন কাজ করে মানুষের মাঝে ভালোবাসা বিলিয়ে দিচ্ছেন তিনি। নিয়মিত রক্তদান কর্মসূচিতেও অংশ নেন তিনি।
০৮ প্রথমবারের মতো ১৯৯৯ সালে ‘হ্যালো ব্রাদার’ ছবিতে ‘চান্দি কি ডাল পার’ চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন সালমান। ২০১১ সালে জন প্রয়ি ছবি ‘বডিগার্ড’-এর টাইটেল গানেও কণ্ঠ দিয়েছিলেন তিনি।
০৯ তাঁর সবচে পছন্দের অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন। আর পছন্দের অভিনেত্রীদের তালিকায় শীর্ষে আছে হেমা মালিনির নাম।